করোনা পিছু ছাড়ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। শিষ্যরা করোনা থেকে রেহাই পেলেও পর পর তিন বার করোনা পজিটিভ হয়েছেন দলের প্রধান কোচ জেমি ডে। বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে দল কাতার উড়াল দিলেও করোনা পজিটিভ হওয়ায় এখনও যেতে পারেননি তিনি।

করোনা পজিটিভ হওয়ায় দেশে রেখে যেতে হয়েছে রক্ষনভাগের খেলোয়াড় মনজুরুল ইসলাম মানিককেও। তবে তার দ্বিতীয়বার করোনা পরীক্ষা করানো হবে সোমবার। করোনা জয় করলেই কাতার মিশনে যোগ দেবেন মানিক।

কাতার গিয়ে করোনা পজিটিভের তালিকা দীর্ঘায়িত হয়েছে। দলের ম্যানেজার আমের খান ও ফিজিও ফুয়াদ হাসান হাওলাদারের করোনা পজিটিভ হয়েছে। দেশে পাস করে গেলেও বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাতারে নামার পর আরেকবার সেখানে করোনা পরীক্ষা করা হয়। সেখানেই এ দুজনের রেজাল্ট পজিটিভ আসে।

Previous articleনা ফেরার দেশে বাদল রায়
Next articleবাদলের মৃত্যুতে শোকাহত দক্ষিণ এশিয়ার ফুটবলও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here