এএফসি অ-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত হারের স্বাদ পেয়েই মাঠ ছাড়লো বাংলাদেশের যুবারা। দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত আফগানিস্তানের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ। আর এই হারে অ-১৭ এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে গেল!
কম্বোডিয়ার অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ৫ম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। লং থ্রো থেকে তৈরি হওয়া জটলা থেকে বল পেয়ে দারুন শটে জালের ঠিকানা খুঁজে নেন মিঠু চৌধুরী। তবে ম্যাচের ২৯তম মিনিটে ডি বক্সের বেশ বাইরে থেকে দূরপাল্লার জোরালো শটে বাংলাদেশ গোলকিপারকে পরাস্ত করে সমতা ফেরান আফগান ফরোয়ার্ড ইয়াসের সাফি। তবে বিরতিতে যাওয়ার আগে আবারো এগিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার আফগান রক্ষণ পুরোপুরি ক্লিয়ার করতে ব্যার্থ হলে সে সুযোগে বা পায়ের জোরালো ভলিতে জালের ঠিকানা খুঁজে নেন মোর্শেদ আলী।
বিরতির পর ছন্দ হারায় বাংলাদেশ। লিড বাড়ানোর সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি সাইফুল বারী টিটু শিষ্যরা। উল্টো ম্যাচের ৬৪তম মিনিটে গোলকিপার আলিফ প্রথম প্রচেষ্টায় ঠেকালেও ফিরতি চেষ্টায় জালের ঠিকানা খুঁজে নেন আফগান ফরোয়ার্ড নূরী। এরপর ম্যাচের ৬৯তম মিনিটে নিজেদের বক্সে তালগুলো পাকিয়ে আফগানিস্তানের ফরোয়ার্ডকে গোলের সুযোগ তৈরি করে দেয় বাংলাদেশ, আর সুযোগের সদ্ব্যবহার করে আহমাদির গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় আফগানিস্তান।
এরপর ম্যাচের শেষ দিকে কিছু গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। অধিনায়ক ফয়সালের হেড যায় ক্রসবারের উপর দিয়ে। এই ম্যাচের শেষ বাঁশি বাজার আগে মাহেদীর শট অল্পের জন্য জালের ঠিকানা খুঁজে পায়নি। ফলে হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় যুবাদের। এই হারে ৪ ম্যাচে সমান ২টি করে জয় ও হারের স্বাদ পেল বাংলাদেশ। এতে করে ৬ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব থেকেই দেশে ফিরতে হচ্ছে যুবাদের।