২০২১-২২ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষিক্ত হয় স্বাধীনতা ক্রীড়া সংঘ। আগের মৌসুমে বিসিএল শিরোপা জিতে দেশের ফুটবলের শীর্ষ স্তরে জায়গা করে নেয় দলটি। প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচেই বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়ে চমক দেয় স্বাধীনতা ক্রীড়া সংঘ। এরপর আরেক জায়ান্ট ঢাকা আবাহনীর সঙ্গে করে ড্র। তবে সেই মৌসুমেই সবার শেষে থেকে আবারো অবনমিত হয় তারা। এরপর বিসিএল থেকেও অবনমিত হয়ে নেমে যায় সিনিয়র ডিভিশন ফুটবল লিগে। এবার ক্লাবটিতে এসেছে নতুন কমিটি। দায়িত্ব নিয়েই নতুন কমিটি জানিয়েছে আবারো দেশের ফুটবলের শীর্ষ স্তরে ফিরতে চায় স্বাধীনতা ক্রীড়া সংঘ।
স্বাধীনতা ক্রীড়া সংঘের পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন এসেছে। চলতি বছর ক্লাবটির দায়িত্বে এসেছেন এক ঝাঁক নতুন মুখ। আর নতুনরা দায়িত্ব নিয়েই দেখছেন নতুন করে ঘুঁড়ে দাঁড়ানোর স্বপ্ন। সে স্বপ্ন পূরণে পেরোতে হবে দুটি ধাপ। ঈদুল আযহার পর মাঠে গড়াবে সিনিয়র ডিভিশন ফুটবল লিগ। সেখান থেকে প্রমোশন পেয়ে জায়গা করে নিতে হবে চ্যাম্পিয়নশিপ লিগে। আর পরবর্তী মৌসুমে বিসিএল থেকে জায়গা করে নিতে হবে বিপিএলে। ক্লাবটির নতুন সভাপতি সৈয়দ গোলাম রূপস ধাপে ধাপে লক্ষ্যপূরণ করতে চান। আর সেজন্য খেলোয়াড়দের সর্বোচ্চ সুযোগ-সুবিধার সঙ্গে আর্থিক নিরাপত্তারও নিশ্চয়তা দেন তিনি।
স্বাধীনতা ক্রীড়া সংঘের নতুন পরিচালনা পর্ষদের পরিচিতি সভায় খেলোয়াড়দের উদ্দেশ্যে নব্য সভাপতি রুপস বলেন, ‘আমি কথা দিচ্ছি, তোমাদের জন্য সর্বোচ্চ মানের ফুডিং-লজিং এবং লজিস্টিক সাপোর্ট আমরা নিশ্চিত করবো। আর্থিক দিকটাও দেখবো। আমাদের লক্ষ্য একটাই ধাপে ধাপে এগিয়ে যাওয়া। চ্যাম্পিয়ন হতে হতে প্রিমিয়ার লিগে ফেরা। আমরা মাঠে লড়াই করবো। এছাড়া পাতানো ম্যাচ নিয়ে আমার ধারণা নেই। তবে পাতানো ম্যাচ নয়, মাঠে খেলেই সেরা হতে হবে। এটাই আমার চাওয়া।’
ট্রায়ালের মাধ্যমে ৩৪ জন খেলোয়াড়কে বেছে নিয়েছে ক্লাবটি। তাদের কোচের দায়িত্বে থাকবেন ঘরোয়া ফুটবলের পরিচিত মুখ কামাল বাবু। তিনিও জানিয়েছেন সেরা হয়েই দলকে নিয়ে যেতে চান পরবর্তী পর্যায়ে, ‘আমরা সারা দেশে ঘুরে ঘুরে খেলোয়াড় সংগ্রহ করেছি। চ্যাম্পিয়নশিপ লিগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ থেকে খেলোয়াড় এনেছি। তাদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। ক্লাব কর্তারা কথা দিয়েছেন খেলোয়াড়দের প্রিমিয়ার মানের সুযোগ-সুবিধার ব্যবস্থা করবেন। আমরাও আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। সেরার লক্ষ্য নিয়েই খেলবো। তবে মনে রাখতে হবে শিরোপার সঙ্গে ভাগ্যও জড়িত।’