বছর ঘুরে আবারো মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ ফুটবল। প্রস্তুত দলগুলো। দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে প্রথম ম্যাচ যেখানে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ‘আন্ডার ডগ’ হয়েও গতবার ফাইনাল খেলে তাক লাগিয়ে দেয় রহমতগঞ্জ। দলের বিদেশী ছাড়া কোন পরিবর্তন না আসায় এবার আর আন্ডার ডগ নয়, নিজেদের সমন্বয়কে শক্তি বানিয়ে সম্মিলিত ফুটবল খেলা উপহার দিতে প্রত্যাশী গতবারের সাফল্যের অন্যতম নায়ক শাহেদুল আলম।
এবারও ভালো ফুটবল উপহার দেয়ার বিষয়ে প্রত্যয়ী এই মধ্যমাঠের খেলোয়াড় অফসাইডকে জানান, ‘এবারও আমাদের ভালো করার চেষ্টা থাকবে। দলে বেশি পরিবর্তন না আসায় আমাদের কম্বিনেশন আগে থেকেই ভালো। অন্যান্য দলের সাথে তুলনায় না গিয়ে আমরা নিজেদের খেলাটা খেলতে চাই।’
তবে এখনও দলের সাথে যুক্ত হয়নি সকল বিদেশীরা। এতে প্রস্তুতিতে ঘাটতি রয়েছে। শাহেদ বলেন, ‘এখন পর্যন্ত মাত্র একজন বিদেশী ক্যাম্পে এসেছে। তাই তাদের সাথে অনুশীলন না করতে পারায় আমাদের ফেডারেশন কাপে ভোগাতে পারে। গতবার অনেকদিন যাবত অনুশীল করেছিলো পুরোদল। এবার না হওয়ায় কিছুটা পিছিয়ে গিয়েছি বলে মনেহয়।’ নিজেদের প্রথম ম্যাচেই ফেবারিট বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে রহমতগঞ্জ। নামে ভারে অনেক এগিয়ে থাকা কিংসের সামনে অবশ্যই ভালো খেলা ছাড়া উপায় নেই। কিন্তু নিজেদের দেশের খেলোয়াড়দের নিয়েই আশাবাদী শাহেদ। চেষ্টা চালাবেন পুরোপুরিই।
অন্যদিকে ব্যক্তিগত ভাবেই তিনি ভালো করতে চান। জাতীয় দলে একসময়কার নিয়মিত এই মধ্যমাঠের খেলোয়াড় গতবার ভালো খেলেও জেমি ডে’র প্রাথমিক দলে জায়গায় পাননি। জাতীয় দলে ফিরতে প্রত্যয়ী শাহেদ বলেন, ‘ভালো পারফর্মেন্স করে আবারো জাতীয় দলে ফিরতে চাই। বাকি আল্লাহ সহায়।’