করোনার ফলে ফুটবল থমকে যাওয়ার পর এখন মাঠে ফেরার অপেক্ষায়। ভেস্তে যাওয়া মুজিব শতবর্ষ নিয়ে সকল পরিকল্পনা আবারো সাজাতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। এদিকে গতকাল দলবদল ও মৌসুম শুরু তারিখ জানানোর মাধ্যমে খেলা ফেরানোর ঘোষণা দিয়েছে পেশাদার লীগ কমিটি।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এবারের স্বাধীনতা কাপকে ঘিরে বড় পরিকল্পনা নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইতিমধ্যে এটি নিয়ে প্রাথমিক আলোচনাও করেছে তারা। এবারের স্বাধীনতা কাপে দেখা যেতে পারে তুলনামূলক বেশি দল। মূলত প্রিমিয়ার লীগে খেলা দলগুলোই স্বাধীনতা কাপে অংশ নিলেও এবার চ্যাম্পিয়নশীপ লীগ থেকেও কিছু দলকে এই টুর্নামেন্টে খেলতে দেখা যেতে পারে। এছাড়া একাধিক ভেন্যুতে খেলা পরিচালনা করতে চায় বাফুফে। যেহেতু স্বাধীনতা কাপ মৌসুমের একেবারের শেষে অনুষ্ঠিত হয়, ফলে ঐসময় করোনার প্রভাব কমে গেলে ঢাকা ও ঢাকার আশেপাশের ভেন্যুতে স্বাধীনতা কাপের খেলা দেখার সুযোগ হতে পারে সমর্থকদের।

উক্ত বিষয়ে বাফুফে’র সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, ‘বাফুফে’র ইচ্ছা রয়েছে, আমরা এবারের স্বাধীনতা কাপ জৌলুশপূর্ণ ভাবে বড় পরিসরে বেশি দলের অংশগ্রহনে একাধিক ভেন্যুতে আয়োজন করবো। জিনিসগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে আমরা আলোচনা করছি।’

Previous articleদল-বদল শুরু নভেম্বরে; সম্ভাব্য ছয় ভেন্যুতে প্রিমিয়ার লীগ ফুটবল!
Next articleবিদায় বললেন বার্কোস; নতুন বিদেশীর সন্ধানে কিংস!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here