বাংলাদেশের ফুটবলের মূল ভেন্যু হিসেবে পরিচিত ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। কিন্তু বৃহৎ পরিসরে সংস্কার কাজের জন্য বেশ লম্বা সময় ধরে এই মাঠে নেই কোন খেলা। যার ফলে বাংলাদেশ জাতীয় দলের নতুন হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা গ্রুপের নিজস্ব অর্থায়নে নির্মিত বসুন্ধরা কিংস অ্যারেনা। ছেলেদের জাতীয় দলের পর এবার মেয়েদের জাতীয় দলেরও হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে এই মাঠ।
বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসছে চাইনিজ তাইপে নারী ফুটবল দল। আগামী ৩১ মে ও ৩ জুন অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। কিংস অ্যারেনায় দুটি ম্যাচই শুরু হবে বিকেল পৌনে পাঁচটায়।
নারীদের ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে চাইনিজ তাইপে। বাংলাদেশের অবস্থান যেখানে ১৪০, সেখানে চাইনিজ তাইপে রয়েছে ৪০তম স্থানে। অবশ্য নিয়মিত ম্যাচ খেলার অভাবে র্যাঙ্কিংয়ে এগোতে পারছে না বাংলাদেশ। এর আগেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে দাপুটে ফুটবল খেলেছে বাংলার মেয়েরা। তাই এবারও ঘরের মাঠে ভালো খেলবে বর্তমান সাফ চ্যাম্পিয়নরা, এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের।