দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সাফ। তাদের অধীনেই এই অঞ্চলে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছে। এবার জনপ্রিয়তা বাড়াতে নতুন পরিকল্পনায় এগোচ্ছে সংস্থাটি।
এ বছর আয়োজিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই অঞ্চলের ফুটবলে সবচেয়ে বড় এই আসরটি জনপ্রিয় করতে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে আয়োজনের পরিকল্পনা সাফের। আগামী ১৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সাফ আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হলেও ফরম্যাট এখনো চূড়ান্ত হয়নি। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে না হলে আগের মতো সেন্ট্রালাইজড ভেন্যুতেই হবে সাফ।
নারী ও পুরুষ সাফ, অ-২৩ সাফ ও সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনে একটি মার্কেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সাফ। বহুল আলোচিত সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আগামী বছর থেকে প্রতি বছর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সাফ। ক্লাব র্যাংকিংয়ে শীর্ষ দেশ থেকে ২টি এবং বাকি দেশগুলো থেকে ১টি ক্লাব অংশ নেবে এই আসরে। আর নারীদের ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে ১ বছর পর পর।
এ বিষয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘মার্কেটিং কোম্পানি পুরুষ ক্লাব চ্যাম্পিয়নশিপের বিষয়ে চুক্তি করেছে। নারী ক্লাব আমাদের নিজস্ব অর্থায়ন করবো, ফলে এটি প্রতি বছর আয়োজন কষ্টসাধ্য। এজন্য এক বছর নারী সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ, পরের বছর নারী সাফ চ্যাম্পিয়নশিপ (জাতীয় দল) হবে।’
তাছাড়া নিজেদের অর্থায়নে এ বছর থেকে নারীদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে তারা। আর আগামী বছর থেকে আয়োজিত হবে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ। এছাড়া নতুন আঙ্গিকে আয়োজিত হবে অ-২৩ সাফ চ্যাম্পিয়নশিপ। আর আগের মতো বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো তো থাকছেই।