চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ২৫ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানায়, যা চট্টগ্রামের ক্রিকেট মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ইয়াসির হোসেন রাব্বিসহ কয়েকজন ক্রিকেটার এ সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

এম এ আজিজ স্টেডিয়ামে এত দিন ক্রিকেট ও ফুটবল উভয় খেলাই অনুষ্ঠিত হতো। তবে নতুন সিদ্ধান্তের ফলে স্টেডিয়ামটি পুরোপুরি ফুটবলের জন্য ব্যবহৃত হবে, এবং এখানে আর কোনো ক্রিকেট ম্যাচ আয়োজন করা যাবে না।

গত ২২ ডিসেম্বর এক ব্যাডমিন্টন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রথম জানান যে স্টেডিয়ামটি ১০ বছরের জন্য বাফুফেকে দেওয়া হয়েছে। তবে বাফুফে জানায়, আন্তর্জাতিক মানসম্পন্ন অবকাঠামো তৈরির জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন, যা ১০ বছরে সম্ভব নয়। তাই তারা স্টেডিয়ামটি ২৫ বছরের জন্য বরাদ্দ চেয়ে জাতীয় ক্রীড়া পরিষদে আবেদন করে। পরে সরকার ২৫ বছরের জন্য বাফুফের অনুকূলে স্টেডিয়ামটি লিজ দেয়।

স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়নে ১২টি শর্ত বেঁধে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর মধ্যে অন্যতম শর্ত হলো—সংস্কারের আগে পরিষদের অনুমতি নিতে হবে, এবং সমস্ত ব্যয় বহন করবে বাফুফে।

এই সিদ্ধান্তের পর চট্টগ্রামের ক্রিকেটাঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে বিতর্ক শুরু হয়। জাতীয় দলের ক্রিকেটার ইয়াসির হোসেন রাব্বি একটি আন্দোলনের সঙ্গে সক্রিয়তার ছবি ফেসবুক স্টোরিতে প্রকাশ করেন, যা বিষয়টিকে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।

Previous articleসুমাইয়ার হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বাফুফে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here