লিটল ফ্রেন্ডস ক্লাবের পর এবার উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে পরাজিত হলো বাফুফে এলিট একাডেমি। আজ বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগে দুইদল মুখোমুখি হয়েছিলো। ম্যাচে এলিট একাডেমি বারিধারার কাছের ৩-২ গোলে পরাজিত হয়।
ম্যাচের প্রথমার্ধের পুরোটা জুড়েই কোনো দলই গোলের দেখা পায় নি। তবে প্রথমার্ধের শেষের দিকে এসে দুই দলই গোল পায়। ম্যাচের ৪৩ মিনিটে ফয়সাল আহমেদের গোলে এগিয়ে যায় উত্তর বারিধারা ক্লাব। মিনিট পাঁচেকের ব্যবধানে ফয়সাল আবার গোল করলে ম্যাচের ব্যবধান দাঁড়ায় ২-০ তে। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এলিট একাডেমি এক গোল শোধ করে। গোলটি করে জয় আহমেদ। এতে করে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় উত্তর বারিধারা।
দ্বিতীয়ার্ধেও সুন্দর সূচনা করে লিডে থাকা উত্তর বারিধারা ক্লাব। ম্যাচের ৬০ মিনিটে শাওন রিচেলের গোলে ৩-১ গোলে খেলায় এগিয়ে যায় দলটি। ম্যাচের ৬৯ মিনিটের মাথায় বাফুফে এলিট একাডেমি আরো একটি গোল শোধ দেয়। এবারের গোলটি করেন আব্দুল্লাহ জুনায়েদ চিশতি। পরবর্তী সময়ে এলিট একাডেমি গোল শোধ করতে না পারলে, শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় দিয়ে মাঠ ছাড়ে উত্তর বারিধারা ক্লাব। আজকের দিনের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিলো লিটল ফ্রেন্ডস ক্লাব এবং ওয়ারী ক্লাব। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।