বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ (বিসিএল)-এ আজকে জয় পেয়েছে লিটন ফ্রেন্ডস ক্লাব এবং পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব। বাফুফে এলিট একাডেমিকে লিটল ফ্রেন্ডস ক্লাব এবং উত্তর বারিধারা ক্লাবকে পরাজিত করেছে পিডাব্লিউডি।
আজ বিসিএলে চমক দেখিয়েছে লিটল ফ্রেন্ডস ক্লাব। বাফুফে এলিট একাডেমির বিপক্ষে আজ তারা মাঠে নেমেছিলো। প্রথমার্ধের শেষ মুহুর্তে আল মিরাদের গোলে এলিট একাডেমির বিপক্ষে এগিয়ে যায় লিটল ফ্রেন্ডস ক্লাব। দ্বিতীয়ার্ধে শুরুতে আরো এক গোল করে ব্যবধান দ্বিগুণ করে মিরাদ। অবশ্য দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৪ মিনিটে এক গোল শোধ করে এলিট একাডেমির স্বপন হোসেন; তবে দলের এড়াতে পারেন নি। ২-১ গোলে জয় পায় লিটল ফ্রেন্ডস ক্লাব।
অন্যদিকে আজকে মুখোমুখি হয়েছিলো পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব এবং উত্তর বারিধারা। ম্যাচে ১-০ গোলে জয় পায় ছন্দে থাকা পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব। ম্যাচে একমাত্র গোলটি করেন আশিকুর রহমান।