অপেক্ষার অবসান ঘটিয়ে এলিট একাডেমির কোচ হয়ে এসেছেন ইংলিশ ক্লাব ওয়েস্টব্রম উইচের সাবেক খেলোয়াড় পিটার বাটলার। খেলোয়াড়ী জীবণের পাশাপাশি কোচিংয়ের অভিজ্ঞতাও রয়েছে এই ইংলিশ ম্যানের। নিজের কোচিং ক্যারিয়ারের আফ্রিকার বটসোয়ানা ও লাইবেরিয়া জাতীয় দলের কোচের দায়িত্বেও তাকে দেখা গিয়েছে।
বাটলারের সাথে গত বছরের ডিসেম্বরে চুক্তি সম্পন্ন হয়েছিলো। চুক্তি সম্পন্ন হওয়ার পর তখনই কাজে যোগ দেওয়ার কথা ছিলো বাটলারের। তবে সেইসময় বড়দিনের ছুটি ঘনিয়ে আসার কারণে পিছিয়ে যায় তার কাজে যোগ দেওয়ার সময়। পরবর্তীতে ১লা জানুয়ারি বাটলার এলিট একাডেমির কোচের দায়িত্বে আসবেন এমনটা ঠিক করা হয়। অবশেষে কিছুটা দেরী হলেও বাটলার আজ দুপুর দুইটায় ঢাকা এসে পৌঁছান।
এর আগে এলিট একাডেমির দায়িত্বে ছিলেন বাফুফে টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। তিনি এইবছরের জুনে তার দায়িত্ব ছেড়েছেন। স্মলি চলে যাওয়ার পর কোচের দায়িত্বে সাময়িকভাবে স্থলাভিষিক্ত হোন রাশেদ আহমেদ পাপ্পু। পাপ্পুও অক্টোবরের দায়িত্ব ছেড়ে দিয়েছেন অক্টোবরের প্রথম সপ্তাহে।