এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর এএফসি এশিয়ান কাপের পরবর্তী আসর মাঠে ২০২৭ সালে সৌদি আরবে। এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ইতিমধ্যেই ১৮টি দেশ নিজেদের অংশগ্রহন নিশ্চিত করেছে। বাকি ৬টি জায়গার জন্য চূড়ান্ত বাছাইপর্বে খেলবে আরো ২৪টি দেশ। যেখানে অন্যান্য দেশগুলোর সঙ্গে রয়েছে বাংলাদেশও। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে মিলবে এশিয়ান কাপে খেলার সুযোগ।
আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান কাপ বাছাইয়ের ড্র। যেখানে নিজেদের ৩ প্রতিপক্ষকে খুঁজে পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ খেলবে সি গ্রুপে। পট ১ থেকে এই গ্রুপে পড়েছে ভারত। পট ২ থেকে এসেছে হংকং। আর পট ৩ থেকে গ্রুপে পড়েছে সিঙ্গাপুর। এই ৩ দেশের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ৬টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী বছরের মার্চে শুরু হবে বাছাইপর্বের খেলা।
গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ ৩ দলই র্যাঙ্কিং ও শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে ভারত ১২৭তম, হংকং ১৫৬তম ও সিঙ্গাপুর রয়েছে ১৬১তম স্থানে। তারপরও সাম্প্রতিক সময়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে লড়াকু পারফরম্যান্সে আশার আলো দেখছে বাংলাদেশ। তবে কাজটা খুব একটা সহজ হবে না সেটা অনুমেয়। কারণ এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই। তাই বাংলাদেশকে অনেকটা অসাধ্য সাধন করতে হবে। এবার দেখার পালা সে লক্ষ্যে হাভিয়ের ক্যাবরেরা ও তার শিষ্যরা কেমন পারফরম্যান্স উপহার দেয়।