বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমবারের মতো বাংলাদেশ অ্যামপীউটি ফুটবল অ্যাসোসিয়েশন (বাফা) ও ফুটবল ফর অলের ব্যবস্থাপনায় আয়োজন করা হয় এ টুর্নামেন্ট।যেটির সহযোগিতায় ছিল বাফুফে।
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজেদের সক্ষমতাকে প্রমাণ করে চলেছেন প্রতিবন্ধীরা। তাদের এ সক্ষমতাকে সম্ভাবনায় রূপান্তর করতেই পাঁচ দেশের অংশগ্রহণে আয়োজন করা হয় এশিয়ান অ্যামপীউটি ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫।
গতকাল ইন্দোনেশিয়াকে হারিয়ে শিরোপা জিতে উজবেকিস্তান। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে হারায় ইরাক। ফাইনাল শেষে পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান, সহসভাপতি ফাহাদ করিম ও সদস্য ইকবাল হোসেন।