আগামী বছর নারী জাতীয় ফুটবল দলের জন্য অপেক্ষা করছে বড় মিশন। ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ২৩ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত, হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। এই টুর্নামেন্টকে ঘিরে বাফুফে নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, দলের প্রস্তুতি দ্রুতই শুরু হবে।

মাহফুজা আক্তার  কিরণ বলেন,

‘এশিয়ান কাপের বাছাইয়ের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি আমরা কিছু ফিফা প্রীতি ম্যাচ খেলবো। ফেব্রুয়ারির উইন্ডোতে ম্যাচ খেলবো। দল এখনো ঠিক হয়নি। তাই জানুয়ারিতেই সাবিনাদের ক্যাম্পে ডাকা হবে।’

নারী দল সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর দক্ষিণ এশিয়ার বাইরের শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছিল বাফুফে। সৌদি আরবসহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। তবে এশিয়ান বাছাইয়ের আগে দলকে প্রীতি ম্যাচের ওপর নির্ভর করতেই হবে।

নারী ফুটবলারদের সঙ্গে বাফুফের পূর্বের চুক্তি শেষ হয়েছে গত অক্টোবরেই। নতুন চুক্তি এখনও অনিশ্চিত। এ বিষয়ে কোনো অগ্রগতি নেই। তাদের বেতন বকেয়া নেই। তবে আটটি ম্যাচের ফি এখনও পরিশোধ করা হয়নি। ভুটান ও চাইনিজ তাইপের বিপক্ষে চারটি প্রীতি ম্যাচ এবং সাফ চ্যাম্পিয়নশিপের চারটি ম্যাচের ফি প্রতিজনের ৮০ হাজার টাকা করে বকেয়া রয়েছে।

এশিয়ান কাপ বাছাই ও অন্যান্য প্রতিযোগিতা সামনে রেখে ফুটবলারদের ক্যাম্প, প্রস্তুতি এবং নতুন চুক্তি চূড়ান্ত করাই এখন বাফুফের নারী উইংয়ের প্রধান চ্যালেঞ্জ।

Previous articleসমর্থকদের নিয়ে বসুন্ধরা কিংসের ভিন্ন আয়োজন!
Next articleআবারো বাফুফেতে ফিরছেন ছোটন; পল স্মলির ফেরা নিয়ে গুঞ্জন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here