এই বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আট ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে ওয়ালটন। আজ বাফুফে ভবনে কেক কেটে পরীক্ষায় উত্তীর্ণ খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন।
খেলোয়াড়দের সাফল্যের এই অনুষ্ঠানে কাজী সালাউদ্দিন বলেন, ‘ম্যাট্রিক পাসটা তাদের শুরু। আমি আশা করবো ওনারা আরো পড়ালেখার দিকে মনোযোগ দিয়ে গ্র্যাজুয়েট করতে পারবে এবং বাফুফে থেকে যেরকম সাহায্য করা দরকার আমরা তা করবো।’
অনুষ্ঠানে ওয়ালটন এর পক্ষ হতে উক্ত খেলোয়াড়দের প্রত্যেককে স্মার্ট ফোন প্রদান করা হয়। ওয়ালটনের কার্যনির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার জানান পরবর্তী মহিলা লীগে ওয়ালটনের একটি দল থাকবে, ‘আগামীতে ইনসাল্লাহ মহিলা ফুটবলে আমাদের একটি দল থাকে ওয়ালটন এফসি নামে এবং আমরা ফাইট দিবো।’
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাফুফের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি জনাব মোঃ আতাউর রহমান ভুইয়া (মানিক), ফিফা কাউন্সিল মেম্বার, বাফুফে ও এএফসি সদস্য এবং বাফুফে মহিলা ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ, বাফুফের মহিলা ফুটবল কমিটির সদস্য সৈয়দ রিয়াজুল করিম, বাফুফের ট্যাকনিক্যাল ডিরেক্টর পল স্মলি এবং স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষে এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব এফ এম ইকবাল বিন আনোয়ার।