বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ এক জয় তুলে নিয়েছে ঢাকা আবাহনী। ঐতিহ্যবাহী দলটি ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। এদিকে দিনের আরেক ম্যাচে জয় তুলে নিয়েছে ফর্টিস এফসি। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তাদের জয় ২-০ গোলে!

গাজীপুরে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বইয়ে দেয় আবাহনী। ৪৮তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তোর গোলে এগিয়ে যায় দলটি। এরপর ৫১ মিনিটে স্ট্রাইকার সুমন রেজা এবং ৫৭তম মিনিটে অধিনায়ক মোহাম্মদ হৃদয়র গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আকাশী-নীলরা।

মাঝে ৫৫তম মিনিটে সাকিব বেপারী পেনাল্টি থেকে একটি গোল করে ওয়ান্ডারার্সকে সাময়িক স্বস্তি দিলেও, ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল আবাহনীর দখলে। ৮৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে দেন রাফায়েল অগাস্তো। এই জয়ে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান আরো শক্তিশালী করলো আবাহনী।

এদিকে মুন্সীগঞ্জে ব্রাদার্সের বিপক্ষে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে ফর্টিস এফসি। ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে, ৪৫তম মিনিটে কামাচাই মারমা আঁকি গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে, ৬০তম মিনিটে গাম্বিয়ান পা ওমর বাবুর লক্ষ্যভেদে নিশ্চিত হয় ফর্টিসের জয়। এই জয়ের ফলে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৫ম স্থানে উঠে এল ফর্টিস এফসি। আর ব্রাদার্স ইউনিয়ন নেমে গেল ৭ম স্থানে।

Previous articleআজ মুখোমুখি মোহামেডান ও কিংস
Next articleকিংসকে হারিয়ে শিরোপার আরো কাছে মোহামেডান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here