বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডে এসে পয়েন্টের স্বাদ পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ও ফকিরেরপুল ইয়াংমেন্স। চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে ফকিরেরপুল। অপরদিকে ফর্টিস এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে ঢাকা ওয়ান্ডারার্স।
বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসি আধিপত্য দেখালেও প্রথমে লিড নেয় ঢাকা ওয়ান্ডারার্স। ম্যাচের ৩৭তম মিনিটে সাকিব বেপারীর দারুন ফিনিশিংয়ে এগিয়ে যায় নবাগত ক্লাবটি। তবে দ্বিতীয়ার্ধে ভ্যালেরি গ্রিশিনের দুর্দান্ত ফ্রি কিকে সমতায় ফেরে ফর্টিস। এরপর ম্যাচের বাকি সময় দুইদলই গোলের সুযোগ তৈরি করলেও, গোলের দেখা পায়নি কেউ। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে তারা। এই ড্রয়ে ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়েই ৭ম স্থানেই থাকলো ফর্টিস; ১ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে ওয়ান্ডারার্স।
এদিকে ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ফকিরেরপুল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জমে উঠে ম্যাচ। ৫৫তম মিনিটে সাঈদ হোসেন সায়েমের গোলে এগিয়ে যায় ফকিরেরপুল। এরপর ম্যাচে ফিরতে চেষ্টা চালায় চট্টগ্রাম আবাহনী। তবে অতিরিক্ত সময়ে উজবেক ফরোয়ার্ড সার্দর জাখমনোভের গোল চট্টলার দলটির কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। প্রথম জয়ে ৩ পয়েন্ট সংগ্রহ করে ৮ম স্থানে ফকিরেরপুল; শূন্য হাতে তলানিতেই থাকলো চট্টগ্রাম আবাহনী।