বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ বড় জয় তুলে নিল বসুন্ধরা কিংস। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে তারা ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ ব্যবধানে হারিয়েছে। প্রথমার্ধেই তিন গোল আদায় করে ম্যাচে একচেটিয়া আধিপত্য বিস্তার করে কিংস।

ম্যাচের ১১ মিনিটে দুই ব্রাজিলিয়ান ফুটবলারের সমন্বয়ে প্রথম গোলটি করে বসুন্ধরা কিংস। মিগেলের নিখুঁত পাসে বক্সের ভেতরে বল পেয়ে ফের্নান্দেজ বাঁ পায়ে রিসিভ করার পর ডান পায়ে নিচু শটে বল জালে জড়ান।

২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার সোহেল রানা। রাকিব হোসেনের বাড়ানো ক্রস বুক দিয়ে রিসিভ করে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান তিনি। এরপর ৪২ মিনিটে সোহেল রানার কর্নার থেকে বল পেয়ে ডিফেন্ডার তপু বর্মণ হেডে দুর্দান্ত এক গোল করেন, যা কিংসের তৃতীয় গোল।

বিরতির পরও বসুন্ধরা কিংসের আক্রমণ থামেনি। ৬৬ মিনিটে রফিকুল ইসলামের ক্রসে বক্সের ভেতরে ফাঁকায় থাকা রাকিব হোসেন হেড দিয়ে দলের চতুর্থ গোলটি করেন।

৭৬ মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক থেকে মিগেল বাঁ পায়ের বাঁকানো শটে চমৎকার গোল করে দলের পঞ্চম গোলটি উপহার দেন।

এই জয়ের ফলে ৯ ম্যাচে ৫ জয় ও ২ ড্র নিয়ে ১৭ পয়েন্ট সংগ্রহ করেছে বসুন্ধরা কিংস। তারা একধাপ এগিয়ে এখন লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।

Previous articleপার্বত্য অঞ্চলে নারী ফুটবলারদের জন্য বাফুফের শিক্ষা বৃত্তি
Next articleমোহামেডানের জয়রথ থামালো ফকিরেরপুল; আল আমিনের জোড়া গোলে পুলিশের জয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here