আজ ওয়ান্ডারার্সের জালে গোল উৎসবে মেতে উঠেছিলো ব্রাদার্স ইউনিয়ন। ফেডারেশন কাপে প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে পরাজিত হওয়ায় ওয়ান্ডারার্সের বিপক্ষে জয়টা খুব বেশি দরকার ছিলো ব্রাদার্সের, সেটি করেও দেখিয়েছে তারা।

ম্যাচের ৮ মিনিটে কাউসার আলী রাব্বির গোলে এগিয়ে যায় ব্রাদার্স। ২৫ মিনিটে লিড দ্বিগুন করেন দ্রামিস মোস্তফা। সতীর্থের বাড়ানো লম্বা থ্রু পাস থেকে বল পেয়ে একাই বল ফিনিশিং দেন এই সেনেগালীয় ফরোয়ার্ড। ২৮ মিনিটের মাথায় তৃতীয় গোল করে ব্রাদার্স। ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের গোলরক্ষক ফ্রি-কিক থেকে সেইক সেনের শট ফিরিয়ে দিলে ফিরতি বলে গোল আদায় করে নেন সাজ্জাদ হোসেন। সেইক সেনে শট আটকাতে পারলেও ফিরতি বল আটকাতে পারে নি ওয়ান্ডারার্সের গোলরক্ষক। ৩-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্রাদার্স।

আরো গোল পাওয়ার প্রত্যাশা দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে ব্রাদার্স ইউনিয়ন। দ্বিতীয়ার্ধের ৩ মিনিট অতিক্রান্ত হতে না হতেই সেই গোলের দেখা পেয়েও যায় তারা। এবারও গোল করেন সাজ্জাদ হোসেন। সেইক সেনের তুলে দেওয়া বল থেকে গোলটি করেন তিনি। ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন দ্রামিস মোস্তফা। মিনিট পাঁচেক ব্যবধানে নিজের হ্যাটট্রিকও পূরণ করে ফেলেন তিনি। এতে করে ম্যাচের ব্যবধান দাঁড়ায় ৬-০ তে।

মোস্তাফার পর সাজ্জাদ হোসেনও নিজের হ্যাটট্রিক করেন। ৮১ মিনিটে মাঠের ডানপ্রান্ত থেকে রহমত মিয়ার ক্রসে আলতো করে পা লাগিয়ে বল জালে পাঠান সাজ্জাদ। ওয়ান্ডারাসের কফিনে শেষ পেরেক ঠুকেন এলিটা কিংসলে। ম্যাচের একেবারে শেষ সময়ে গোলের খাতা খুলেন এলিটা এরপর আর কোনো গোল না হলে ৮-০ গোলের বড় জয় পায় ব্রাদার্স ইউনিয়ন।

অন্যদিকে নিজের ঘরের অপ্রতিরোধ্য বসুন্ধরা কিংসকে অবরুদ্ধ করে ছাড়লো ফর্টিস এফসি। বাংলাদেশ চ্যাম্পিয়নদের ২-০ গোলে পরাজিত করে ফর্টিস।

ম্যাচের দুইটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৭১ মিনিটে এসে খেলার ডেথলক ভাঙ্গেন জাসুর জুমায়েভ। ভ্যালেরির কর্ণার কিক থেকে হেডে গোল করে ফর্টিসকে লিড পাইয়ে দেন এই উজবেক ডিফেন্ডার। ৭৭ মিনিটে কিংসের ছন্নছাড়া রক্ষণের ফাঁক গলে বেরিয়ে গিয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন মোহাম্মদ আব্দুল্লাহ।

Previous articleআগামী বছর সাফের বয়সভিত্তিক চার আসর!
Next articleবাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লীগ শুরু ১৫ ই জানুয়ারি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here