‘এএফসি অনুর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ’-এ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ। আজ ১৮ ই মে এএফসির এই বয়সভিত্তিক টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের বাছাইপর্বের ড্র অনুষ্ঠান আয়োজিত হয়।
ড্র অনুষ্ঠানে প্রথম রাউন্ড থেকে উত্তীর্ণ হওয়া আটটি দলকে চারটি পটে রাখা হয়। দ্বিতীয় রাউন্ডে অংশ নেওয়া এই আটটি দলকে মোট দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে ড্র’তে গ্রুপ ‘বি’-তে স্থান পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া গ্রুপ ‘বি’-এর অন্য দলগুলো হলো অস্ট্রেলিয়া, ভিয়েতনাম এবং ফিলিপাইন।
এছাড়া গ্রুপ ‘এ’-তে রয়েছে আরো চারটি দল। এই চারটি দল হলো ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এবং ইরান। প্রত্যেক গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুইটি দল মূল প্রতিযোগিতায় অংশ নিবে। আগামী ১৬ ই সেপ্টেম্বর থেকে অনুর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের দ্বিতীয় রাউন্ড শুরু হবে।