লম্বা সময়ের জন্য ‘নির্বাসনে’ রয়েছে বাংলাদেশের হোম অফ ফুটবল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। আড়াই বছর ধরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘ম্যারাথন’ সংস্কার চলছে। বারবার সময় বাড়িয়ে প্রকল্প শেষের সময় ধরা হয়েছে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এবারও কাজ শেষ হবে কিনা সেটা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে এই সময়ের মধ্যেই স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার আশ্বাস আগেই দিয়েছেন নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

গতকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হাতে শিরোপা তুলে দিতে আসেন পাপন। অন্যান্য প্রশ্নের সঙ্গে বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়েও প্রশ্ন রাখা হয় তার কাছে। জবাবে তিনি বলেন,

‘এনএসসির (জাতীয় ক্রীড়া পরিষদ) সঙ্গে কিছু দিন আগেও বসেছি। ডেডলাইনের মধ্যে কাজ শেষ হবে। ডিসেম্বর সময়সীমা থাকলেও আমার ধারণা অক্টোবরের মধ্যে শেষ করার।’

২০১৯ সালে নেওয়া সংস্কার প্রকল্পটি এখনো আলোর মুখ দেখেনি। ফলে আড়াই বছর ধরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা আয়োজন করা যাচ্ছে না। ২০২২ সালের ডিসেম্বর নাগাদ স্টেডিয়ামটিকে খেলার উপযোগী করার কথা ছিল। তবে বারবার সময় বেড়েছে, বেড়েছে প্রকল্প ব্যয়। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারের প্রাথমিক ব্যয় যেটি ছিল (ডিপিপি) ৯৮ কোটি ৩৫ লাখ টাকা, সেটি বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ কোটি ৪৪ লাখ টাকা। কিন্তু এখনো শেষ হয়নি কাজ। তাইতো এবার দেখার বিষয়, শেষ পর্যন্ত কবে নাগাদ খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয় বাংলাদেশের প্রধান এই ক্রীড়া ভেন্যুটি।

Previous articleকিংস অ্যারেনায় মুগ্ধ পাপন, বাকিদেরও এগিয়ে আসার আহ্বান
Next articleফাইনালের আগে রেফারি নিয়ে মোহামেডানের চিঠি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here