বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নতুনরূপে আর্বিভাবের সময় বারবার পিছিয়েই যাচ্ছে। এবছরের ডিসেম্বরে স্টেডিয়াম পুরোপুরি তৈরি থাকার কথা থাকলেও সেটি এখন আর হচ্ছে না। সময় পিছিয়ে আগামী বছরের জুনে চলে গিয়েছে। তবে ইতিমধ্যেই মাঠের কাজ শেষ হয়েছে।
অনেক আগেই বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজে হাত দিয়েছিলো জাতীয় ক্রীড়া পরিষদ। দায়িত্ব নেওয়ার পরে শেষ হবে হবে করেও এখনো পর্যন্ত শেষ হয়নি সংস্কার কাজ। তবে আস্তে আস্তে দৃশ্যমান হতে শুরু করেছে পুরো স্টেডিয়াম। মাঠের কাজ আগেই শেষ হয়েছে। এখন চলছে গ্যালারির কাজ। সংস্কারের মাধ্যমে স্টেডিয়ামের নামের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী বলেন, “এটা (নামের পরিবর্তন) আমাদের যে উপদেষ্টা মন্ডলী আছেন তারা দেখবেন। আমরা চাচ্ছি গুণগত মান বজায় রেখে স্টেডিয়ামের কাজ সম্পন্ন করতে।”
ডিসেম্বরে স্টেডিয়ামের কাজ শেষ হওয়ার কথা থাকলেও নতুন পরিকল্পনা অনুযায়ী স্টেডিয়ামের কাজ শেষ হবে আগামী বছরের জুনে। গ্যালারীতে সিট এবং ছাউনি বসানোর কাজ বর্তমানে চলমান রয়েছে। এছাড়া বড় কাজের মধ্যে বাকি রয়েছে ফ্লাডলাইট স্থাপন। এরই মধ্যে পুরাতন লাইট খুলে ফেলা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে ফ্লাডলাইট স্থাপনের কাজ শুরু হবে।
কাজ পুরোপুরি শেষ না হলেও আগামী ফেব্রুয়ারী থেকে শুরু হতে যাওয়া সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশীপের ভেন্যু হিসেবে এই স্টেডিয়াম নির্ধারণ করা হয়েছে। তাই ফেব্রুয়ারীতে কাজ শেষ করার একটা ক্ষুদ্র আশা বাঁচিয়ে রাখছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফেডারেশনও সেই ইচ্ছাই পোষণ করছে বলে জানান বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন, “যেহেতু ভেন্যু এটা তাই আমরা চাচ্ছি ফেব্রুয়ারীতেই যেনো ফ্লাডলাইটসহ আমাদের স্টেডিয়াম বুঝিয়ে দেওয়া হয়। এখন আমরা কাজের অগ্রগতি দেখেছি এবং কাজে নিযুক্ত কর্মীরাও আমাদের বলেছে যে ফ্লাডলাইট ছাড়া ডিসেম্বরে বাকি সকল কিছু আমাদের বুঝিয়ে দিতে পারবে।”