করোনা মহামারী মহিলা ফুটবল লীগ বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় ও বয়সভিত্তিক দলের নারী ফুটবলাররা আবারো গিয়ে উঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আবাসিক ক্যাম্পে। তখন তাদের করোনা পরীক্ষা করা হলে পাঁচজন ফুটবলারের করোনা শনাক্ত হয়।
এরপর তাদের আইসোলেসনে রেখে গত ২২ এপ্রিল আবারো করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার ফলাফল আজ এসেছে যেখানে সকলেরই নেগেটিভ ফলাফল এসেছে। ঐ পাঁচ নারী ফুটবলার হলেন কৃষ্ণা রাণী সরকার, মনিকা চাকমা, অানাই মগনি, নীলুফা ইয়াসমীন নীলা ও ঋতুপর্ণা চাকমা।
এছাড়া আইসোলেশনে ছিলেন আরো ৮ নারী ফুটবলার। তাদের রিপোর্টেও করোনা নেগেটিভ এসেছে। তারা হলেন রুপনা চাকমা, শামসুন নাহার, মাশুরা পারভিন, মারিয়া মান্ডা, সুরোধানী কিসকু, তহুরা খাতুন, সানজিদা , নওশান জাহান নিতি। এতে করে নারীদের ক্যাম্পে থাকা সকল ফুটবলার বর্তমানে করোনামুক্ত। আসন্ন বিভিন্ন টুর্নামেন্টকে সামনে রেখে বাফুফে টার্ফে চলছে তাদের অনুশীলন।