বাংলাদেশের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের জন্য নেপাল দলে ডাক পাওয়া ৩৪ ফুটবলারের মধ্যে চার জন করোনা পজিটিভ হয়েছেন। তাদের বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। খবরটি নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল এসোসিয়েশন এর অফিসিয়াল ওয়েবসাইট।

গতকাল থেকে শুরু হয়েছে নেপাল দলের অনুশীলন। তাদের সুইডিশ ইয়োহান কালিনের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কোচ বালগোপাল মহারাজনের নেতৃত্বে প্রস্তুতি নিচ্ছে তারা। গতকাল তারা অনুশীলন করেছেন দশরথ স্টেডিয়ামে। ২০১৫ সালের ১৫ এপ্রিল ভয়বাহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্টেডিয়ামটি। সংস্কারের পর এই প্রথম ঐ মাঠে অনুশীলন করেছে নেপাল জাতীয় দল।

উল্লেখ্য যে, আগামী ১৩ ও ১৭ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে নেপাল। ম্যাচ দুটি খেলতে ৫ নভেম্বর বাংলাদেশে আসনবে তারা।

Previous articleজেমি-জামালে পূর্ণ হলো ক্যাম্প
Next articleদলবদল শুধুই গুজব; ভালো প্রস্তাব পেলে ভেবে দেখবেন জামাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here