গতকাল হঠাৎ করেই বড় দুঃসংবাদ পায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। করোনা পজিটিভ হন দলের প্রধান কোচ জেমি ডে। তবে তার মধ্যে বড় কোন করোনার লক্ষণ দেখা না দেয়ায় আবারো পরীক্ষা করতে দিয়েছেন তিনি। ফলাফল জানা যাবে আজ বিকেল পাঁচটায়।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানান, ‘বিকালের মধ্যে রিপোর্ট আসবে। সব ঠিক থাকলে ওকে(জেমি) নিয়েই আমরা যাবো।’ অর্থ্যাৎ করোনার ফল নেগেটিভ হলে ডাক আউটে দেখা যেতে পারে জেমি ডে’কে।

বাংলাদেশ দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস দ্রুত দলের সাথে চান জেমি ডে’কে, ‘ তিনি(জেমি) আমাদের প্রধান কোচ। আমরা তাকে যত দ্রুত সম্ভব দলের সাথে চাই।’

জেমির দলের সাথে না থাকাটা মাঠের খেলায় প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ‘জেমি থাকুক বা না থাকুক আমাদের ফোকাস সেইম থাকবে। আমাদের প্ল্যান সেইম থাকবে। স্টুয়ার্ট থাকবে সেখানে। এটা একটা ম্যাচের ব্যাপার মাত্র।’

Previous articleপুলিস এফসি’তে যোগ দিলেন ল্যানকিন ও বাল্লো
Next articleআবারো করোনা পজিটিভ জেমি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here