অবশেষে সব গুঞ্জন সত্য করে ভারতের আই লীগের দল কলকাতা মোহামেডানে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছে কলকাতা মোহামেডানের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম।
প্রথম থেকেই সংবাদ মাধ্যমের কাছে গুঞ্জনের বিষয়টি অস্বীকার করে যাচ্ছিলেন জামাল। তবে তিনি এটিও বলেছিলেন ভালো প্রস্তাব পেলে অবশ্যই ভেবে দেখবেন। একটি সূত্র মতে, জামাল মাসিক ৭ হাজার ডলারে কলকাতা মোহামেডানে খেলবেন। আই লিগে বাংলাদেশি ফুটবলার হিসেবে জামালই প্রথম খেলতে যাচ্ছেন। তবে এর আগে কলকাতা লীগে কলকাতা মোহামেডানের হয়ে বাংলাদেশের অন্যান্য ফুটবলাররা খেলছেন।
বর্তমানে সাইফ স্পোর্টিং ক্লাব ছাড়লেও আসন্ন মৌসুমের মধ্যবর্তী দল বদলে তিনি আবারো ফিরবেন দলে। কলকাতা মোহামেডান ওয়াসিম আকরাম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমাদের লিগ শেষে জামাল আবারও সাইফে ফিরে যাবে। এতে কোনও সমস্যা নেই। শিগগিরই সব ফাইনাল হয়ে যাবে। আমরা জামালকেই দলে নিচ্ছি। আমাদের খেলা শেষেই জামাল আবার সাইফে ফিরে যাবে।’