আগামী ১৩ এবং ১৬ তারিখ মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলোকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দল কিংস অ্যারেনাতে প্রস্তুতি নিচ্ছে। এই দুইটি ম্যাচে জয় পেলে এএফসি পট থ্রি’তে যেতে পারবে বাংলাদেশ। তাই লেবানন এবং ফিলিস্তিনের সঙ্গে সহজ ভুলগুলো এবার করতে চাইবে না বাংলাদেশ জাতীয় দল।

এই ব্যাপারে জাতীয় দলের ফুটবলার ঈসা ফয়সাল জানান “আসলে আমরাও ভাল কিছু করতে চাই, ১৩ তারিখ এবং ১৬ তারিখ আমাদের অনেক গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ। আমরা যদি এই দুটি ম্যাচ জিততে পারি তাহলে আমরা পট থ্রিতে আসবো যা এফসি কাপে প্রতিপক্ষ আনতে সাহায্য করবে।”

বাংলাদেশ জাতীয় দলের কাছে এখনো এএফসি পট থ্রিতে যাওয়ার সুযোগ রয়েছে,যা কাজে লাগাতে চান বাংলাদেশ জাতীয় দলের কোচ। এ ব্যাপারে তিনি জানান “আমরা আরেকটি সুযোগ পেয়েছি ওইখানে যাওয়ার, কাঙ্খিত ফল না পেলে আমরা সেখানে যেতে পারব না। আমরা নিজেদের মাঠে খেলব এবং আমরা জানি আমরা কাঙ্খিত ফলাফল অর্জন করতে পারব।”

এরই মধ্যে পুরো দমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিছু ফুটবলার এখনো দলে যোগ দেওয়া বাকি রয়েছে। বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা ভুটানের ম্যাচের পর জাতীয় দলের অনুশীলনে যোগ দিবেন। অবশ্যই লেবানন এবং ফিলিস্তিনের সাথে যে ছোট ভুলগুলো করেছে তা এবার করতে চাইবে না বাংলার ফুটবলাররা।

যদিও এবারের ঘরোয়া লিগ শুরু না হওয়াটা বাংলাদেশ জাতীয় দলকে কিছুটা ভোগাবে কিন্তু কোচ এটা নিয়ে পরোয়া করছেন না, তিনি আশাবাদী। এখন সময় বলে দিবে কতটুকু প্রস্তুত বাংলাদেশ জাতীয় দল। পারবে তো গতবারের ভুলগুলোর পুনরাবৃত্তি না করতে?

Previous articleসাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা
Next articleইউরোপীয়ান ক্লাবে সাবিনা-ঋতু?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here