৯ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। আজ (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ডশিল্পী শাহরিয়ার ইমাম আসিফ বাদী হয়ে এ মামলার আবেদন করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালান। এসময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২-১৪টি গাড়ি ভাঙচুর করে, ৪টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন। খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট-পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন।

কাজী সালাউদ্দিন ছাড়াও এই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- শেখ সেলিম, শেখ হেলাল, কর্নেল ফারুক খান, ফজলে নূর তাপস, নিক্সন চৌধুরী, সাইদ খোকন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মোজাম্মেল হোসেন চৌধুরী মায়া, সাবের হোসেন চৌধুরী, সাংবাদিক শাবান মাহমুদ, অভিনেতা সাজু খাদেম। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে মতিঝিল থানাকে আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল এ তথ্য জানিয়েছেন।

এদিকে একটি পত্রিকাকে কাজী সালাউদ্দিন জানিয়েছেন এই মামলাটি হয়রানি ছাড়া কিছুই নয়। একইসঙ্গে এই মামলা আইনিভাবে মোকাবেলা করার কথাও জানান বাফুফে সভাপতি।

Previous articleভারতকে হারিয়ে ফাইনাল খেলতে আশাবাদী বাংলাদেশ
Next articleভারতকে হারিয়ে যুব সাফের ফাইনালে বাংলাদেশ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here