আগামীকাল (শুক্রবার) বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের ‘ই’ গ্রুপে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু এই ম্যাচ। শক্তিশালী দল হিসেবে কাতারকে সমীহ করলেও ছেড়ে কথা বলতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। তিনি কাতারের মাটিতে তাদের রুখে দিয়ে এক পয়েন্ট নিয়ে দেশে ফিরতে চান।
ম্যাচকে সামনে রেখে জামাল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অন্তত এক পয়েন্ট নিতে চাই। কাতার শক্তিশালী দল। এশিয়ান চ্যাম্পিয়ন। এশিয়ার সেরা দল। তাদের বিপক্ষে এক পয়েন্ট নিতে পারলে তা অনেক ভালো হবে। মানুষও এক পয়েন্ট চায়। এছাড়া আমরা ভালো খেলতে চাই। ভালো খেলতে পারলে সবার জন্যই ভালো।’
কাতারের মতো বড় দলের বিপক্ষে ডিফেন্সের দায়িত্ব সবচেয়ে বেশি থাকাই স্বাভাবিক। তবে তা মানতে নারাজ জামাল। জামাল ভূইঁয়া বলেন, ‘মাঠে সবাই একসাথে কাজ করবে। সবাই একসাথে ডিফেন্ড করবে, সবাই একসাথে অ্যাটাক করবে। আমি মনে করি, আমরা একটা টিম। আমরা শুধু ডিফেন্ডার, মিডফিল্ডার কিংবা স্ট্রাইকার না। আমরা সবাই মিলেই একসাথে কাজ করবো। আশা করি মাঠে ভালো একটা বাংলাদেশ দল দেখা যাবে।’
ম্যাচের আগে করোনা ও ইনজুরির ফলে কিছু খেলোয়াড় ম্যাচের বাইরে থাকবে। দলের বর্তমান অবস্থা সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দলের অবস্থা অনেক ভালো এখন। পাঁচ সপ্তাহ আমরা কঠোর পরিশ্রম করেছি। চারটি ম্যাচ খেলেছি আমরা। তাই ফিটনেস লেভেল এখন খুবই ভালো। সবাই মোটামুটি ফিট আছে।’