ফিফা বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর প্রিলিমিনারি জয়েন্ট কোয়ালিফায়ার রাউন্ড -২ এর বাংলাদেশের শেষ তিন ম্যাচ খেলতে কাতারের উদ্দেশ্যে রওনা হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম। করোনা পজিটিভ হওয়ায় তিনি দলের সাথে কাতার যেতে পারেননি। এখন সুস্থ হওয়ায় তাকে কাতার পাঠানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
আজ সকাল ১১ টায় কাতার এয়ালাইন্সের একটি ফ্লাইটে রওনা হন উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। এবারের ক্যাম্পে যোগ দেয়া ফুটবলারদের মধ্যে প্রথম তিনিই করোনায় আক্রান্ত হন। এরপর আক্রান্ত হয়েছেন ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিলও।
নতুন করে করোনা পরীক্ষায় নেগেটিভ আসার পর ইব্রাহিম কাতার যাচ্ছেন। সুফিলের করোনা নেগেটিভ হলে তিনিও কাতার যেতে পারেন বলে নিশ্চিত করেছে ফেডারেশনের একটি নির্ভরযোগ্য সূত্র।
বিশ্বকাপ বাছাইয়ে ৩ জুন বাংলাদেশের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ৭ জুন ভারতের বিপক্ষে এবং ১৫ জুন ওমানের বিপক্ষে।