বিশ্বকাপ ২০২২ ও এশিয়ান কাপ ২০২৩ এর যৌথ বাছাই পর্বের কাতারের বিপক্ষে ম্যাচ খেলতে বর্তমানে দোহায় অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাতারের মুখোমুখি হওয়ার আগে সফরকারীদের চাহিদা অনুযায়ী দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছেন কাতার ফুটবল এসোসিয়েশন। তার প্রথমটি আজ।
অপেশাদার দল কাতার আর্মির মুখোমুখি হবে জামাল ভুঁইয়ারা। বাংলাদেশ সময় সাড়ে ৮টায় ওয়ার্ম-আপ ম্যাচটি হবে দোহায় আল আজিজিয়া বুটিক মাঠে। বাংলাদেশ দল জয় ছাপিয়ে ম্যাচটি দেখছে উন্নতি করার মঞ্চ হিসেবে। দলের ব্রিটিশ গোলরক্ষক কোচ লিস ক্লিভেলি সংবাদ মাধ্যমকে জানান, ‘ম্যাচের ফল কী হবে, তা নিয়ে আমাদের ভাবনা নেই। খেলোয়াড়দের ম্যাচ প্র্যাকটিস এবং মাঠে তাদের অর্গানাইজেশন ও পারফরম্যান্স দেখাই মূল উদ্দেশ্য।’
আজ কাতারে দলের সাথে গিয়ে যোগ দিবেন ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। ইনজুরি সমস্যা থাকায় প্রথমে কাতার না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে বিশ্রাম ও ঔষুধ গ্রহনের পর অবস্থা উন্নতির দিকে থাকায় আবারো সিদ্ধান্ত পাল্টে কাতারের বিমানে উঠছেন জীবন।
উল্লেখ্য যে, আগামী ৪ ডিসেম্বর বাছাইপর্বের ম্যাচে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।