ফিফা বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর প্রিলিমিনারি জয়েন্ট কোয়ালিফায়ার রাউন্ড -২ এর নিজেদের শেষ তিন ম্যাচকে সামনে রেখে কাতার পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ সকাল ১১ টায় কাতারের উদ্দেশ্যে রওনা হয় জামাল ভুইঁয়া’রা।
প্রায় পাঁচ ঘন্টার ফ্লাইট শেষে বাংলাদেশ সময় বিকেল সোয়া চারটায় দোহায় পৌঁছায় ফুটবলাররা। দলের সকলেই স্বাভাবিক ও সুস্থ রয়েছে বলে নিশ্চিত করে ফেডারেশন। কাতারে পৌঁছানোর পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কাতার এয়ারপোর্টেই পুনরায় কোভিড টেস্ট করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে ওই রিপোর্টে জানা যাবে। তারপর থেকেই তারা দল কাতারে প্রশিক্ষণ শুরু করবে।
মোট ৩২ সদস্যে বহর আজ কাতার রওনা হয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে ৩ জুন বাংলাদেশের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ৭ জুন ভারতের বিপক্ষে এবং ১৫ জুন ওমানের বিপক্ষে।