বাংলাদেশের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা বিসিএল (চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগ)-এর দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল (২৩ এপ্রিল)। প্রথম পর্বের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোর পর এবার ক্লাবগুলো মাঠে নামছে আরও বেশি পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে।

দ্বিতীয় পর্বে মূলত শীর্ষ স্থানের লড়াই এবং অবনমন অঞ্চল থেকে বেরিয়ে আসার চ্যালেঞ্জই বড় হয়ে উঠবে। প্রতিটি দলই জানে, এই পর্বের পারফরম্যান্সই নির্ধারণ করবে তাদের ভাগ্য—প্রিমিয়ার লিগে উন্নীত হওয়া নাকি নিচের স্তরে নেমে যাওয়া।

কাল পি ডাব্লিউ ডি মুখোমুখি হবে এলিট একাডেমির সাথে৷ উত্তর বারিধারা লড়বে রেলিগেশন জোনের দল ওয়ারির। এছাড়া দিনের অন্য ম্যাচে লড়বে লিটল ফ্রেন্ডস ও ফরাশগঞ্জ। ম্যাচ তিনটি শুরু হবে বিকাল ৩:৩০ মিনিটে।

এপর্যন্ত লিগ টেবিলের শীর্ষে রয়েছে পি ডাব্লিউ ডি স্পোর্টস ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ তাদের পয়েন্ট ২২। যাদের ধারাবাহিক পারফরম্যান্স ইতিমধ্যে নজর কাড়েছে। অন্যদিকে কিছু ক্লাব নিজেদের ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে দেখছে এই দ্বিতীয় পর্বকে। তরুণ খেলোয়াড়দের পাশাপাশি অভিজ্ঞ ফুটবলাররাও দারুণ ভূমিকা রাখছেন এবারের আসরে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, সবগুলো ম্যাচ নির্ধারিত ভেন্যুতে যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং রেফারিং, নিরাপত্তা ও মাঠ ব্যবস্থাপনায় আগের চেয়ে আরও উন্নত ব্যবস্থাপনা নেওয়া হয়েছে।

চ্যাম্পিয়নশিপ লিগ শুধুমাত্র উন্নয়নমূলক ফুটবলের স্তর নয়, এটি অনেক সম্ভাবনাময় খেলোয়াড়ের জন্য জাতীয় দল কিংবা প্রিমিয়ার লিগে যাওয়ার সিঁড়ি। ফলে দ্বিতীয় পর্ব ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি দলগুলোর মধ্যেও তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।

Previous article‘হয়তো খেলা চালিয়ে যাওয়া যেত’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here