বাফুফে অ-১৮ ফুটবল লিগে দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে বসুন্ধরা কিংস। ঢাকা আবাহনীর যুবাদের কাছে হেরে গিয়েছে কিংসের যুবারা। এদিকে মোহামেডানকে প্রথম হারের স্বাদ দিয়েছে রহমতগঞ্জ! এছাড়া নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি ও ফর্টিস এফসি।

বসুন্ধরা কিংসের বিপক্ষে ঢাকা আবাহনীর ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধের ৪৭তম মিনিটে আব্দুল্লাহ নোমান দীপুর গোলে এগিয়ে যায় আবাহনী। ম্যাচের ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়াসিন আরাফাত সিফাত। এরপর ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালায় কিংসের যুবারা। ম্যাচের ৭৯তম মিনিটে আবু সাঈদের গোলে ম্যাচে ফেরার আভাস দেয় তারা। কিন্তু শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধান ধরে রেখে পূর্ন তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আবাহনীর যুবারা।

এদিকে দিনের আরেক ম্যাচে মোহামেডানের যুবাদের প্রথম হারের স্বাদ দিয়েছে রহমতগঞ্জের যুবারা। ম্যাচের ১০ম মিনিটে জয়সূচক গোলটি করেন সাদেক। এরপর ম্যাচের বাকি সময় দুই দলই গোলের জন্য চেষ্টা চালালেও সাফল্যের দেখা পায়নি। ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ।

এদিকে দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে পুলিশ এফসি। পুলিশের হয়ে ২৯তম মিনিটে আজহার এবং ৭৩তম মিনিটে পেনাল্টি থেকে ইয়াসিন গোল করেন। ম্যাচের অন্তিম মুহূর্তে এক গোল শোধ দেন ব্রাদার্সের রবিউল। আর দিনের অন্য এক ম্যাচে মং সিং মারমার গোলে শেখ রাসেলকে ১-০ গোলে হারায় ফর্টিস এফসি।

Previous articleআন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেতে কিংসে আসছে তিতা
Next articleসাফ অ-২০ চ্যাম্পিয়নশীপ থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here