এবারের মৌসুম বসুন্ধরা কিংসের সময় মোটেও ভালো যাচ্ছে না। গত মঙ্গলবার ফেডারেশন কাপের কোয়ালিফায়ার-১ এ আবাহনীর বিপক্ষে টাইব্রেকারের পরাজিত হওয়ার পর আজ আবার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে পরাজিত হয়েছে কিংস। এতে করে শিরোপা জয়ের দূরত্ব আরো একটু বেড়ে গেলো বর্তমান চ্যাম্পিয়নদের জন্য, অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিগ জয়ের দৌড়ে আরো এক কদম এগিয়ে গেলো।

নিজেদের মাঠে প্রথমেই ম্যাচের ১৯ মিনিটে পিছিয়ে পড়ে বসুন্ধরা কিংস। গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ এবং ডিফেন্ডার ড্যাসিয়েলের শিশুসুলভ ভুল বোঝাবুঝিতে বল পেয়ে যান মোহামেডান স্পোর্টিং ক্লাবের সোলেমান দিয়াবাতে। বল পেয়ে দেরী করেন নি এই মালিয়ান ফরোয়ার্ড। সোজা অন-টার্গেট শটে বল রাখেন এবং গোল করে দলকে এগিয়ে দেন।

তবে বেশীক্ষণ অপেক্ষা করতে হয়নি কিংসের, ২৫ মিনিটের মাথায় সমতা পায় তারা। বক্সের সামনে থেকে জনাথন ফার্নান্দেজের ফ্রি-কিক হেড করে ক্লিয়ার করেন মোহামেডানের ডিফেন্ডার। ফিরতি বলে শট নেন মোহাম্মদ সোহেল রানা, তবে বল ঠেকিয়ে দেন মোহামেডানের মেহেদী হাসান ;তবে তৃতীয় বার আর গোল আটকাতে পারেন মোহামেডান কেউই। রাকিব হোসেন খুব সহজেই বলকে জালে পাঠিয়ে দেন।

১-১ গোলের ড্র’তে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে মাঠে নামার পরপরই লাল কার্ড দেখে বসুন্ধরা কিংসের রিমন হোসেন। মোহামেডানের ইমানুয়েল সানডেকে অতর্কিত ফাউল করেন রিমন। এতে করে রেফারি তাকে হলুদ কার্ড দেখান। তবে ম্যাচে দ্বিতীয় বারের মতো হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে হয় রিমন হোসেনকে।

মোহামেডানের জয়সূচক গোলটি আসে ম্যাচের একেবারে শেষের দিকে। ৮৫ মিনিটে সতীর্থের বাড়ানো থ্রু পাস থেকে বল পেয়ে সোলেমান দিয়াবাতে নিজে একাই ঢুকে পড়েন কিংসের রক্ষণে। এরপর কিংসের ডিফেন্ডার এবং গোলকিপার দুইজনকেই টপকে গিয়ে গোল আদায় করে নেন দিয়াবাতে। এতে করে ২-১ গোলের জয় দিয়ে মাঠ ছাড়ে তার দল মোহামেডান স্পোর্টিং ক্লাব।

Previous articleওয়ান্ডারার্সকে উড়িয়ে দিল আবাহনী; ফর্টিসের কাছে হারলো ব্রাদার্স!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here