এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগে দুই ম্যাচ হাতে রেখে শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। আগামীকাল লীগের ২১ তম রাউন্ডে হোম ভেন্যুতে ঢাকা৷ আবাহনীর মুখোমুখি হবে কিংসরা। আবাহনীর বিপক্ষে ম্যাচের পর বিপিএলের চ্যাম্পিয়ন ট্রফি প্রদানের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-র কাছে অনুরোধ করেছিলো বসুন্ধরা কিংস। তবে এক ম্যাচ আগেই বসুন্ধরা কিংসের ট্রফি প্রদানের অনুরোধ নাকচ করে দিয়েছে বাফুফে।
এই প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ বলেন, ‘বসুন্ধরা কিংস কাল ম্যাচ শেষে ট্রফি চেয়েছিল। কিন্ত আমরা আগের মতো শেষ ম্যাচের পরই ট্রফি দিতে চাই। এবারও ২২তম রাউন্ড শেষেই তাদের হাতে ট্রফি তুলে দেবো। আবাহনী লিমিটেডকেও রানার্সআপ ট্রফি সেভাবে দেবো।’
তবে নিজেদের ঘরের মাঠে বিজয়ী ট্রফি সুযোগ রয়েছে বসুন্ধরা কিংসের কাছে। বসুন্ধরা কিংস লীগে তাদের শেষ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে মুখোমুখি হবে। সেই ম্যাচের ভেন্যু হিসেবে নির্ধারিত ছিলো মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম। তবে কিংসের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব ম্যাচটি কিংস এরেনাতে খেলতে যাচ্ছে। এই বিষয়ে বাফুফের কাছে চিঠিও দিয়েছে শেখ জামাল। এতে করে বসুন্ধরা কিংসের কাছে কিংস এরেনাতে ট্রফি উদযাপনের একটি সুযোগ তৈরি হয়েছে। কিংস এরেনাতে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার প্রসঙ্গে আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা শেখ জামালের কাছ থেকে চিঠি পেয়েছি। যেহেতু চ্যাম্পিয়ন, রানার আপ চূড়ান্ত হয়ে গেছে তাই তাঁরা চাচ্ছে শেষ ম্যাচটা কিংস অ্যারেনায় খেলতে। এ ব্যাপারটা পেশাদার লিগ কমিটির কাছে তুলে ধরা হবে। এরপর ২২তম রাউন্ডের পূর্নাঙ্গ সূচি প্রকাশ করা হবে।’