ফেডারেশন কাপের প্রথম ম্যাচে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে তারা। অন্যদিকে ড্র হয়েছে ফর্টিস এফসি এবং পুলিশ ফুটবল ক্লাব।
বিপিএলের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৭-০ গোলে হারিয়ে মৌসুমে শুরু করেছিলো বসুন্ধরা কিংস। জয়ের সেই রেশ ফেডারেশন কাপের প্রথম ম্যাচেও ধরে রেখেছে ডমেস্টিক ট্রেবল জয়ীরা। তবে বিগত ম্যাচের মতো গোল উৎসব করতে পারে নি ভ্যালেরিও তিতার শিষ্যরা। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচে গোল করার বারবার চেষ্টা করলেও গোলরক্ষকের নৈপুণ্যতায় প্রতিবারই আটকে আছে বসুন্ধরা কিংস।
ম্যাচের ৮ মিনিটে জটলা থেকে গোলের সুযোগ সৃষ্টি হলেও ব্রাদার্সের গোলকিপার পাপ্পু হোসেন বল নিজের দখলে নিয়ে নেন। ২৩ মিনিটে রিমন হোসেনের কাটব্যাক থেকে বল পেয়ে গোলমুখে শট নেন মিগেল ডামাসেনা। তবে এবারেও পাপ্পু হোসেনের হাতে আটকা পড়ে বল।
প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র হয়। ম্যাচে ব্রেকথ্রু এনে দেয় কিংসের তপু বর্মন। ৬৯ মিনিটে বক্সের বামদিক থেকে মিগেল ডামাসেনার কাটব্যাক থেকে শেখ মোরসালিন গোল করতে ব্যর্থ হলেও গোল করতে মিস করে নি তপু বর্মন। বাতাসে ভাসা বল হেড করে গোল আদায় করে নেন এই সেন্টারব্যাক। ম্যাচের পরবর্তী সময় গুলোতে মাঝে মাঝে গোল করার সুযোগ পেয়েছিলো কিংস। তবে তাতে সফলতা পায় নি চ্যাম্পিয়নরা।
অন্যদিকে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ পুলিশ এফসি এবং ফর্টিস এফসি। ম্যাচে কোনো দলই গোল করতে পারে নি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্র’তে ম্যাচের নিষ্পত্তি করে। এতে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে।