আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বাংলাদেশের ২০২০-২১ মৌসুমের দলবদল। দেশের খেলোয়াড়রা পূর্বের ক্লাবে খেলায় বিদেশীদের নিয়ে মূল দৌড়ঝাপ থাকবে ক্লাবগুলো। বর্তমান লীগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ইতিমধ্যে তিনজন বিদেশী নিশ্চিত করেছে। আর্জেন্টিনার ফরোয়ার্ড হার্নান বার্কোস চলে যাওয়া শূন্য হয়েছে একটি জায়গা।

আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক সিজার লুইস মারলো’র সূত্র মতে আর্জেন্টিনার হানার্ন বার্কোসের শূন্যস্থান পূরণ করতে বসুন্ধরা কিংসে আসছে আরেক আর্জেন্টাইন। রাউল অস্কার ব্যাসেরা নামক ৩৩ বছর বয়সী একজন স্ট্রাইকারের সাথে কথা বলছে কিংস কর্তৃপক্ষ। সাংবাদিকটি জানায় ফরোয়ার্ডটির সাথে একবছরের চুক্তির চেষ্টা করছে কিংস।

ক্লাব সূত্রে জানা যায়, তিনজনের পছন্দের সংক্ষিপ্ত তালিকায় রাউল ব্যাসেরা’র নাম উপরের দিকেই রয়েছে। তবে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। কোচ ও ক্লাব ম্যানেজমেন্ট একসাথে সিদ্ধান্ত নিয়ে তবেই চূড়ান্ত করবে তাদের পরবর্তী বিদেশী খেলোয়াড়।

রাউল ব্যাসেরা সর্বশেষ কাতারের টপ টায়ারের দল উমম্ সালাল এফসিতে খেলেছেন। এর পূর্বে কলম্বিয়ার ডেপোর্টিভো কুয়েনকা, চিলির ক্লাব ডিপোর্টেস লাকিক ও সিডি এভারটন সহ আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবে খেলেছেন। আর্জেন্টিনায় জন্ম হলেও ব্যাসেরার রয়েছে আর্জেন্টিনা ও চিলি’র দ্বৈত নাগরিকত্ব।

Previous articleশেখ রাসেল থেকে কলকাতা মোহামেডানে রাফায়েল
Next articleবাফুফে’র চতুর্থ সহ-সভাপতি নির্বাচিত হলেন মহি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here