এএফসি কাপে ডি গ্রুপে এটিকে মোহন বাগান ও মাজিয়া এসআর এর পর বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ হিসেবে যুক্ত হয়েছে ভারতে ব্যাঙ্গালুরু এফসি। আজ উক্ত গ্রুপের চতুর্থ দল হিসেবে যুক্ত হওয়ার বাছাই পর্বের ম্যাচে মালদ্বীপের ক্লাব ঈগলসকে ১-০ গোলে পরাজিত করেছে তারা।
মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে জয়েশ রানার একমাত্র গোলে জয় পায় ব্যাঙ্গালুরু এফসি। এই জয়ে এএফসি কাপের মূল পর্বে খেলার সুযোগ পেলো ২০১৭ সালে উক্ত টুর্নামেন্টের ইন্টার জোনাল ফাইনাল খেলা দলটি।
এতে আগামী ২১ আগস্ট নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৫ টায় ভারতের ব্যাঙ্গালুরু এফসি’র মুখোমুখি হবে বাংলাদেশের বসুন্ধরা কিংস।