নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাঠে ফিরছে ঘরোয়া ফুটবল। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২০২০-২১ নতুন মৌসুমের দলবদল। বসুন্ধরা কিংস ইতিমধ্যে তিনজন বিদেশী নিশ্চিত করেছে। আর্জেন্টিনার ফরোয়ার্ড হার্নান বার্কোস চলে যাওয়া শূন্য হয়েছে একটি জায়গা। তা আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড দিয়ে পূর্ণ করলো বসুন্ধরা কিংস। ৩৩ বছর বয়সী স্টাইকার রাউল অস্কার ব্যাসেরাকে একবছরের জন্য চুক্তিবদ্ধ করেছে বসুন্ধরা কিংস।
গত দু’দিন আগে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক সিজার লুইস মারলো’র সূত্র মতে জানা যায় আর্জেন্টিনার হানার্ন বার্কোসের শূন্যস্থান পূরণ করতে বসুন্ধরা কিংসে আসছে আরেক আর্জেন্টাইন। সেই আর্জেন্টাইনের সাথে কথা বলছে কিংস কর্তৃপক্ষ এমনটাও জানায় যায় সেই সুত্রে।
রাউল ব্যাসেরা সর্বশেষ কাতারের টপ টায়ারের দল উমম্ সালাল এফসিতে খেলেছেন। এর পূর্বে কলম্বিয়ার ডেপোর্টিভো কুয়েনকা, চিলির ক্লাব ডিপোর্টেস লাকিক ও সিডি এভারটন সহ আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবে খেলেছেন। আর্জেন্টিনায় জন্ম হলেও ব্যাসেরার রয়েছে আর্জেন্টিনা ও চিলি’র দ্বৈত নাগরিকত্ব।