লক্ষ্যটা এবার বড়, তাই তো কোন ছাড় দিতে রাজি নয় বসুন্ধরা কিংস ম্যানেজম্যান্ট। গত মৌসুমের বিদেশীদের নিয়ে সন্তুষ্ট নয় তারা, ফলে একে একে বিদায় করে দিলেন চার বিদেশীকে। দলে বর্তমানে একমাত্র বিদেশী আছেন আর্জেন্টাইন ইন্টারন্যাশনাল হার্নান বার্কোস। এদের বিদায় করার প্রসঙ্গে বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসানের বক্তব্য, ‘কলিনদ্রেসের সঙ্গে বাকিদেরও আমরা বিদায় করে দিচ্ছি। দলের শক্তি আরো বাড়াতে চাই, তাঁদের চেয়েও ভালো বিদেশি খুঁজছি আমরা। এএফসির দেওয়া সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়ে কিংস আরো শক্তিশালী হয়ে ফিরতে চায় এএফসি কাপে।’
জানা গিয়েছে বলিভিয়ান একজন উইংগার ও ইরাকের একজন ডিফেন্ডারের সাথে আলোচনা চলছে। এরই মধ্যে ইরাকি ডিফেন্ডারকে দলে ভেড়ানোর বিষয়টি প্রায় পাকা করে ফেলেছে কিংস। এছাড়া বলিভিয়ান উইংগারের খেলাও তাদের মনে ধরেছে এমনটাই এক জাতীয় দৈনিককে জানান কিংস সভাপতি, ‘অনেক বিদেশির বায়োডাটা হাতে এসেছে। আমরা চাইছি বারকোসের সঙ্গে একজন ক্ষিপ্র গতির উইংগার। কলিনদ্রেসের গতি কমে গিয়েছিল, এ জন্য একটু সমস্যা হচ্ছিল। ভিডিওতে বলিভিয়ান উইংগারকে যে রকম দেখেছি, সে রকম খেললে কলিনদ্রেসের আফসোস আর থাকবে না। এখন সে কোনো ক্লাবের সঙ্গে নেই, এটাও একটা সুবিধা।’
মূলত এএফসি কাপকে ঘিরে পরিকল্পনা থাকলে কিংস চাইছে আগামী মৌসুমের জন্যও দল গুছিয়ে নিতে। কিংস সভাপতি এক জাতীয় দৈনিককে জানান, ‘আমার লক্ষ্য হলো এএফসি কাপ এবং আগামী মৌসুম। ভালো মানের বিদেশি পেলে পুরো মৌসুমের জন্যই চুক্তি সেরে ফেলব। অক্টোবর-নভেম্বরে এএফসি কাপ শেষ হওয়ার পরপরই তো নতুন মৌসুম আলোচনায় আসবে। জানুয়ারিতে লিগ শুরু হলেও জুনের মধ্যে শেষ হতে পারে, সেভাবে চুক্তি করব বিদেশিদের সঙ্গে।’