নিজেদের মাঠেই শিরোপা উদযাপনের সুযোগ পাচ্ছে বসুন্ধরা কিংস। লীগের শেষ রাউন্ডে বসুন্ধরা কিংস শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে। ম্যাচের ভেন্যু হিসেবে নির্ধারিত ছিলো মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম। কিন্তু আজ প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির এক মিটিংয়ে মুন্সিগঞ্জ থেকে ম্যাচ সরিয়ে এনে সর্বসম্মতিক্রমে পরিবর্তিত ভেন্যু হিসেবে বসুন্ধরা কিংস অ্যারেনাকে নির্ধারণ করা হয়েছে।
মূলত শেখ জামাল ধানমন্ডি ক্লাব কিংস অ্যারেনাতে ম্যাচ খেলতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করে ফেডারেশনকে চিঠি দিয়েছিলো। আজ শুক্রবার লীগ কমিটির এক সভায় সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচটি আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনাতে অনুষ্ঠিত হবে। সংখ্যাগরিষ্ঠতার মতের ভিত্তিতে কিংস অ্যারেনাতে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত দিয়েছে কমিটি।
কিংস অ্যারেনাতে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন,
‘আমরা সভায় মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থাকি। সর্বসম্মতিক্রমে ম্যাচটি কিংস অ্যারেনাতেই হচ্ছে।’
এছাড়া চ্যাম্পিয়নশীপ লীগে আজমপুর ফুটবল ক্লাবের কয়েকটি ম্যাচের বিরুদ্ধে পাতানো ম্যাচের অভিযোগ উঠেছে। পাতানো ম্যাচে অগ্রগতি নিয়ে সালাম মুর্শেদী বলেন,
‘দুই দিন আগেও তারা সভা করেছে। সেই সভার রিপোর্ট ডিসিপ্লিনারি কমিটির কাছে দেবে কয়েক দিনের মধ্যে। এরপর বিষয়টি নির্বাহী কমিটিতে উঠতে পারে।’