আগামী ২১ শে মার্চ থেকে শুরু হবে ফিফা উইন্ডো। ২৯ শে মার্চ পর্যন্ত চলা এই ফিফা উইন্ডোতে ফিফা নিয়মমাফিক দুইটি ফিফা আন্তর্জাতিক টায়ার-১ ম্যাচ খেলবে। বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ ও মঙ্গোলিয়া ফুটবল দল।
মালদ্বীপ বিপক্ষে আগামী ২৪ শে মার্চ মালদ্বীপে মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপ পর্ব চুকিয়ে আগামী ২৫ শে মার্চ দেশে ফেরার কথা রয়েছে জামাল ভূঁইয়াদের। এরপর মঙ্গোলিয়া ফুটবল দল বাংলাদেশে আসবে। আগামী ২৯ শে মার্চ সিলেটে মঙ্গোলিয়া জাতীয় দলের বিপক্ষে লড়বে বাংলাদেশ ফুটবল দল।
সেই লক্ষ্যে অনুশীলনে জন্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বসুন্ধরা কিংসের হোম ভেন্যুতে বসুন্ধরা কিংস অ্যারেনাতে ১৯ শে মার্চ থেকে ২১ শে মার্চ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন সেশনের জন্য তাদের আগ্রহ প্রকাশ করেছে। বাফুফের আগ্রহ প্রকাশে আনন্দ প্রকাশ করেছে বসুন্ধরা কিংসও। সেইসাথে বসুন্ধরা কিংস অ্যারেনাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলনের জন্য তৈরি করে নিচ্ছে।