আজ ৩রা সেপ্টেম্বর ‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচটি ৪ তারিখ হওয়ার কথা থাকলেও আফগানিস্তানের অনুরোধে ম্যাচের শিডিউল একদিন এগিয়ে আনা হয়। ম্যাচটি বসুন্ধরা কিংস এরেনায় বিকাল ৫ টায় অনুষ্ঠিত হবে।
সার্বিক বিচারে বাংলাদেশের থেকে সবদিক থেকেই এগিয়ে আছে আফগানিস্তান। এর আগে ৬ বার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিলো বাংলাদেশ। কিন্তু কোনোবারই জয়ের দেখা পায় নি, সাফল্য বলতে শুধুমাত্র ড্র। মোট ৬ বারের দেখায় ২ বার জয় পেয়েছে আফগানিস্তান, বাকি ৪ ম্যাচই ড্র হয়েছে। আফগানিস্তানের সাথে শেষবার দেখা হয়েছিলো ২০২১ সালে কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিলো।
র্যাংকিংয়ের বিচারে বাংলাদেশ থেকে ৩২ ধাপ এগিয়ে এগিয়ে আছে আফগানিস্তান। ফিফার বর্তমান র্যাংকিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৮৯ তম অন্যদিকে প্রতিপক্ষ আফগানিস্তান আছে ১৫৭ তম স্থানে।
তবে নিজেদের শেষ পাঁচ ম্যাচ বিবেচনায় আনলে এগিয়ে থাকবে বাংলাদেশ। বাংলাদেশ তাদের শেষ ৫ ম্যাচের মধ্যে ৩ টিতে জয় পেয়েছে এবং ২ টি ম্যাচে পরাজিত হয়েছে। জয় পাওয়া দলগুলো হলো ভুটান, মালদ্বীপ এবং কম্বোডিয়া। বিপরীতে আফগানিস্তানের খেলা শেষ ৫ ম্যাচের মধ্যে আফগানিস্তান কোনোটিতেই জয় বা ড্র করতে পারে নি। যদিও বাংলাদেশের প্রতিপক্ষের চেয়ে আফগানিস্তানের প্রতিপক্ষরা তুলনামূলকভাবে বড় ছিলো।
পরিসংখ্যানের বাইরে বিবেচনা করলে বাংলাদেশের স্বাগতিক হিসেবে বেশ কিছুটা সুবিধা পাবে। স্বাগতিকের সুবিধা কাজে লাগাতে পারলে ম্যাচে ইতিবাচক ফলাফল আসতে পারে। ম্যাচে বাংলাদেশ দলে রাকিব হোসেন এবং শেখ মুরসালিনের প্রতি বিশেষ নজর থাকবে। কারণ গত ম্যাচগুলোতে এই জুটি প্রতিপক্ষ দলগুলো বেশ ভালো পরীক্ষার মধ্যে ফেলেছিলো। এদের ছাড়াও গেইম চেঞ্জারের ভূমিকা থাকতে পারে বাংলাদেশ দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে বদ্ধপরিকর জিকো তার একক নৈপুণ্যে সহজে বদলে দিতে পারে ম্যাচের চিত্রপট। এছাড়া সাফ চ্যাম্পিয়নশীপ সেরা গোলরক্ষকের পুরষ্কার তাকে আত্মবিশ্বাস জোগাবে বলে ধারণা করা যাচ্ছে।