বাংলাদেশের ক্লাব পর্যায়ে বড়দিন উৎযাপন তেমন একটা লক্ষ্য করা যায় না। তবে এই বড়দিন উৎযাপনের ক্ষেত্রে ভিন্ন মাত্রা যোগ করেছে বসুন্ধরা কিংস। অন্যসকল দলের তুলনায় বসুন্ধরা কিংসে বিদেশী খেলোয়াড় এবং কোচিং স্টাফের সংখ্যা বেশী। তাই খেলোয়াড় এবং কোচিং স্টাফদের জন্য বড়দিনের আয়োজন করেছে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ।

বসুন্ধরা কিংস বিদেশী খেলোয়াড়ের সংখ্যা মোট ছয়জন, এছাড়াও রয়েছে বিদেশী কোচিং স্টাফ। যাদের সবাই খ্রিস্টধর্মাবলম্বী। তাই প্লেয়ার ও কোচিং স্টাফদের কথা বিবেচনা করে বড়দিন আয়োজনের পদক্ষেপ নেয় বসুন্ধরা কিংস।

বড়দিন উপলক্ষ্যে কেককাটায় হয় এবং সাজসজ্জার পাশাপাশি নানারকমের আনুষ্ঠানিকতা পালন করা হয়। এসময় খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ক্লাব কর্তৃপক্ষের মাঝে আনন্দমুখর পরিবেশের তৈরি হয়। বসুন্ধরা কিংস ব্যতীত প্রিমিয়ার লীগের অন্যকোনো ক্লাব বড়দিন উদযাপন করে নি।

Previous articleশেখ রাসেলের কাছে পরাস্ত হলো শেখ জামাল!
Next articleকিংসের জার্সি গায়ে ফিরেছে জিকো!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here