আরো একটা বিগ ম্যাচের অপেক্ষায় বাংলাদেশের ঘরোয়া ফুটবল। ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। বুধবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। দুপুর ৩ টায় শুরু হবে শিরোপার জন্য দুই দলের ধ্রুপদী লড়াই।

এবারের ফেডারেশন কাপে এখন পর্যন্ত হারের স্বাদ পায়নি এই দুই দল। তাইতো দুই দলের সামনেই রয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। চলতি ফেডারেশন কাপের বি গ্রুপে ছিল মোহামেডান। গ্রুপ পর্বে চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা আবাহনী – ৩ দলকেই ২-১ গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে মোহামেডান। শেষ আটে শেখ রাসেলকে ২-১ গোলে হারিয়ে সেমিতে উঠে যায় তারা। এরপর শেষ চারে পুলিশ এফসির বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে ফাইনালে উঠে যায় তারা।

অপরদিকে বসুন্ধরা কিংসও গ্রুপ পর্বের ২ ম্যাচেই জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপ পর্বের দুই ম্যাচে ফর্টিস এফসি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ১-০ গোলের জয় পায় তারা। এরপর কোয়ার্টার ফাইনালে রহমতগঞ্জের বিপক্ষে ২-০ গোলের জয়ে সেমি ফাইনালে জায়গা করে নেয় দলটি। আর শেষ চারে ঢাকা আবাহনীকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট পায় অস্কার ব্রুজন শিষ্যরা।

ফাইনালে মোহামেডানের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক সুলেমান দিয়াবাতে। গত আসরের ফাইনালে একাই চার গোল করেছিলেন তিনি। তাই এবারও তার কাছে থেকে সেরা পারফরম্যান্সের প্রত্যাশায় থাকবে সাদা-কালো সমর্থকরা। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৫ ম্যাচে ১৫টি গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। তবে ফেডারেশন কাপে এখন পর্যন্ত গোলের দেখা পাননি তিনি। তাই বিগ ম্যাচে আরো একবার অধিনায়কের জ্বলে উঠার দিকে তাকিয়ে থাকবে মোহামেডান। তার সঙ্গে উজবেক মিডফিল্ডার মুজাফফর মুজাফফারভের দিকেও নজর থাকবে সবার। চলতি লিগে ৫টি গোল এবং ৪টি এসিস্ট করেছেন তিনি। ফেডারেশন কাপেও ২টি গোল করেছেন মুজাফফারভ। তাদের সঙ্গে ফেডারেশন কাপে ৩ গোল করা জাফর ইকবালের দিকেও নজর রাখতে হবে।

ফাইনালে কিংসের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক রবসন রবিনহো। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচ খেলে ৭টি গোল ১০টি এসিস্ট করেছেন রবসন। বসুন্ধরা কিংসের স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজের দিকেও নজর রাখতে হবে। এবারের লিগে ১৪ গোল করে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। একই সঙ্গে করেছেন ৫টি এসিস্ট। ফেডারেশন কাপেও ২টি গোল রয়েছে তার। এই মৌসুমে নিজেকে নতুন করে চেনানো রাকিব হোসেনের দিকেও নজর রাখতে হবে। এখন পর্যন্ত লিগে ১৬ ম্যাচে ৯টি গোল এবং ২টি এসিস্ট করেছেন রাকিব। লিগে ১২ ম্যাচে ৬ গোল এবং ৭ এসিস্ট করা মিগুয়েল দামাসেনোর দিকেও নজর রাখতে হবে।

গত বছরের ফেডারেশন কাপের সেমি ফাইনালে বসুন্ধরা কিংসকে হারিয়েই ফাইনালে উঠেছিল মোহামেডান। শেষ পর্যন্ত আবাহনীকে হারিয়ে ঘরে তুলেছিল ফেডারেশন কাপের ১১তম শিরোপা। ফেডারেশন কাপের সর্বোচ্চ ১২টি শিরোপা নিয়ে এক ধাপ উপরে থাকা আবাহনীকে স্পর্শ করার বড় সুযোগ তাদের সামনে। অপরদিকে বসুন্ধরা কিংসও রেকর্ডের সামনে। ফেডারেশন কাপের শিরোপা জিতলে প্রথমবারের মত এক মৌসুমে তিন শিরোপা অর্থাৎ ট্রেবল জিতবে তারা। আর সে লক্ষ্য পূরণে মুখোমুখি পরিসংখ্যান থেকে আত্ববিশ্বাস খুঁজতে পারে বসুন্ধরা কিংস। মোহামেডানের বিপক্ষে ১৬ বারের দেখায় ১০ বারই জয়ের স্বাদ পেয়েছে অস্কার বাহিনী। বিপরীতে মোহামেডানের জয় ৪ টি বাকি ২ ম্যাচ হয়েছে ড্র। তবে এই মৌসুমে বসুন্ধরা কিংসকে তাদের ঘরের মাঠেই হারের স্বাদ দিয়ে এসেছিল মোহামেডান। অবশ্য এর আগে স্বাধীনতা কাপের ফাইনাল এবং লিগের দ্বিতীয় লেগে মোহামেডানকে হারিয়ে দেয় বসুন্ধরা কিংস। তাইতো সব কিছু মিলিয়ে একটা জমজমাট ম্যাচের প্রত্যাশায় ফুটবল প্রেমীরা।

এবার দেখা যাক ময়মনসিংহের ফাইনালে কার হাতে উঠে ফেডারেশন কাপের শিরোপা।

Previous articleসেনাবাহিনীকে হারিয়ে শিরোপায় এক হাত নাসরিনের!
Next articleনারী লীগে ফরাশগঞ্জ ও রেঞ্জার্সের জয়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here