সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ তিনটি প্রীতি ম্যাচ খেলবে। কিরগিজস্তানের মাঠে আগামী ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে এই তিনটি ম্যাচ হতে যাচ্ছে। সেখানে প্রতিপক্ষ কিরগিজস্তান,কিরগিজস্তান অ-২৩ ও ফিলিস্তিন। ম্যাচগুলো খেলতে সেখানে আগে গিয়ে অনুশীলন করতে চাইছে জেমি ডের দল।
২৭ আগস্ট প্রিমিয়ার লিগের খেলা শেষ হবে। এরপর দুইদিনের বিরতি দিয়ে জাতীয় দলকে কিরগিজস্তান পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। কোচ সেটাই চাইছেন বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘কোচ চাইছেন আগে সেখানে গিয়ে অনুশীলন করতে। আমরা তেমনটি-ই করার চেষ্টা করছি।’
এদিকে এএফসি কাপ খেলতে মালদ্বীপে আছে বসুন্ধরা কিংস। খেলা শেষে ক্লাবে থাকা জাতীয় দলের খেলোয়াড়দের ঢাকায় না এসে সরাসরি কিরগিজস্তানে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কিরগিজদের মাঠে ৫ সেপ্টেম্বর হবে প্রথম ম্যাচ, প্রতিপক্ষ ফিলিস্তিন। ৭ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে লড়বে জামাল ভূঁইয়ার দল। আর ৯ সেপ্টেম্বর কিরগিজদের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে হবে শেষ ম্যাচ।