কিরগিস্তানে তিনজাতি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে ইতিমধ্যে কিরগিস্তানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
কিরগিস্তান সময় বিকাল ৩টায় নিজেদের প্রথম অনুশীলন সেরেছে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। প্রায় দেড় ঘন্টা স্থানীয় স্পোর্টস সিটি ফিল্ডে জেমি ডের অধীনে অনুশীলন করেছে তারা। ইংল্যান্ড থেকে দলের সাথে যোগ দিয়েছেন গোলকিপার কোচ লেস ক্লেভারলি। রবিবার রাতে ফ্রান্স প্রবাসী নায়েব মো তাহমিদ এবং কানাডা প্রবাসী মো রাহবার ওয়াহেদ সেহরান দলের সাথে যোগ দিবেন। আশা করা যাচ্ছে পরের অনুশীলনে জামাল ভূইয়াদের সাথে তাদেরও দেখা যাবে।
প্রথমবারের মত জাতীয় দলের সুযোগ পেয়েছেন মিতুল মারমা। অনুশীলন শেষে তিনি এক ভিডিও বার্তায় জানান, ”আমি প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পেয়ে খুশি। আমি নিয়মিত এটি ধরে রাখতে চাই।”
তিনজাতি এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান এবং ফিলিস্তিন। এছাড়াও একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে স্বাগতিক অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে।