সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিষয়টি আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল কমিটির সভা শেষে নিশ্চিত করা হয়েছে।
উক্ত উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে কিরগিস্তানে যাবে জামাল ভূঁইয়ারা। সেখানে ফিলিস্তিন, কিরগিজস্তান ও কিরগিস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে তারা।
আজ সভা শেষে কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানা, ‘কিরগিজস্তান গিয়ে সেখানে ৫ সেপ্টেম্বর ফিলিস্তিনের বিপক্ষে, ৭ সেপ্টেম্বর কিরগিজস্তানের বিপক্ষে এবং ৯ সেপ্টেম্বর স্বাগতিক অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।’
মূলত সাফ চ্যাম্পিয়নশীপের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে এই প্রীতি ফুটবল ম্যাচগুলোকে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ম্যাচ হওয়ায় দলের ভালো করার সম্ভাবনা দেখছেন কাজী নাবিল আহমেদ।