গত মাসেই টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে বাংলাদেশের মেয়েরা। এবার ঘরের মাঠে সাফের আসর খেলতে নামছে বাংলাদেশ। আয়োজক হিসেবে বাংলাদেশ চূড়ান্ত হলেও এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি। একই সভায় ছেলেদের মূল সাফ চ্যাম্পিয়নশিপ ও অ-১৯ সাফ নিয়েও সিদ্ধান্ত এসেছে।

সাফের কম্পিটিশন কমিটির এক সভায় বুধবার অ-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের স্বাগতিক হিসেবে বাংলাদেশকে নির্ধারণ হয়েছে। আগামী বছরের ১১-১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ এই টুর্নামেন্ট আয়োজন করবে। তবে এখনো ভেন্যু চুড়ান্ত হয়নি। বঙ্গবন্ধু স্টেডিয়াম জানুয়ারিতে খেলার উপযোগী হওয়ার কথা। সে লক্ষ্যেই এগোচ্ছে বাফুফে। অন্যথায় ভিন্ন পথে হাঁটতে হবে।

এদিকে একই সভায় ছেলেদের অ-১৯ সাফের স্বাগতিক ও সময় চূড়ান্ত করা হয়েছে। আগামী বছর ৫-১৫ নভেম্বর ভারত এই টুর্নামেন্ট আয়োজন করবে। এদিকে আগামী বছর পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপের আসর রয়েছে। তবে এই আসরের স্বাগতিক এখনো চূড়ান্ত হয়নি। আগামী মাসে মার্কেটিং কমিটির সঙ্গে সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাফ।

Previous articleফেডারেশন কাপে থাকছে না সেমি ফাইনাল; কে পড়লো কার গ্রুপে?
Next articleগত মৌসুমের সেরা খেলোয়াড় রাকিব,সেরা কোচ চিওবা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here